ডেস্ক : সম্প্রতি ট্রেনের নিচে পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছে একবছর বয়সী এক শিশু। ভারতের উত্তর প্রদেশের মথুরা জংশনে এমন ঘটনাই ঘটেছে। পুরো ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এনডটিভি এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, প্ল্যাটফর্মে মায়ের কোল থেকে হঠাৎ ট্রেন লাইনের মাঝে পড়ে গিয়েছিল শিশুটি। সেখান থেকে তোলার আগেই তার ওপর দিয়ে চলে যায় আগ্রা হয়ে বিশাখাপত্তমগামী একটি ট্রেন। ট্রেনের চাকার মাত্র এক ইঞ্চি ব্যবধানে ছিল শিশুটির শরীর। সামান্য নড়াচড়া করলেও তার জীবন বিপন্ন হতে পারত। কিন্তু বেঁচে গেছে শিশুটি।
শিশুটির বাবা বলেন, ‘আমরা ট্রেন থেকে নেমে হাটা শুরু করেছিলাম। কিন্তু ভিড়ের মধ্যে কারো সঙ্গে ধাক্কা লেগে আমার স্ত্রীর কোল থেকে সে পড়ে যায়। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ। তিনি ওকে রক্ষা করেছেন।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান