বাংলার খবর২৪.কম : এয়িশান গেমসের সেমি ফাইনালের ম্যাচে শ্রীলঙ্কা প্রমীলা দলের বিপক্ষে ২৫ রানের জয় নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ প্রীমিলা ক্রিকেটাররা। ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তানকে হারাতে পারলেই প্রথম বারের মতো সোনা জেতার গৌরব অর্জন করবে সালমারা।
দক্ষিণ কোরিয়ার এনচনে দ্বিতীয় সেমিফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। এরপর প্রথমদিকে খুব একটা সুবিধা করতে না পারলেও মিডলঅর্ডার ব্যাটসম্যান লতা মন্ডলের ৩৪ রানের উপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রানের সংগ্রহ দাড় করায় বাংলাদেশ প্রমীলারা। লতা মন্ডল ৪৩ বল মোকাবিলা করে ১টি চারের সাহায্যে এই রান করেন। এছাড়া ফারজানা হক ৩৩ বলে ১ চারে ২২ রান করেন। এবং অধিনায়ক সালমা খাতুন ২১ বল খেলে ১৪ রান করেন।
এরপর জয়ের জন্য ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে পান্না ঘোষ এবং রুমানা আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে দাড়াতেই পারেনি লংকানরা। পান্না ঘোষ এবং রুমানার নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১৬ রানেই ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। এরপর প্রায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১৮.২ ওভারে ৭০ রানেই গুটিয়ে যায় লংকানরা।
বাংলাদেশ প্রমীলাদের অসাধারণ পারফরম্যান্সের এই দিনে শ্রীলঙ্কান মাত্র দুই জন ব্যাটসম্যানই পেরেছে দ্ইু অঙ্কের কোঠা স্পর্শ করতে।
বাংলাদেশের পক্ষে পান্না ঘোষ ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৫টি উইকেট দখল করেছেন। এবং রুমানা আহমেদ ৪ ওভার বল করে ১১ রানে নিয়েছেন ২টি উইকেট। এছাড়া অধিনায়ক সালমা খাতুন একটি উইকেট লাভ করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান