মোঃ তহিরুল ইসলাম জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা।
দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটি দায়িত্বভার গ্রহন করেছে। দর্শনা প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিতর নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। জীবননগর উপজেলা চেয়ারম্যান আ. লতিফ অমল, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা পৌর, দর্শনা পৌর আ.লীগের সাধারণ সম্পাদক মেয়র মতিয়ার রহমান, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জেলা আ.লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্নআহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান তরফদার টিপু, দর্শনা পৌর বিএনপির সভাপতি হাজি খন্দকার শওকত আলী, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান,দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, পুরাতন বাজার দোকান মালিক সমিতির সভাপতি আশরাফ আলম বাবু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, শিক্ষক নেতা স্বরুপ কুমার দাস, হারুন অর রশিদ জুয়েল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক এমআর বাবু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত দায়িত্বভার গ্রহন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল। সভায় ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কোষাধ্যক্ষের বিরুদ্ধে ১ লাখ টাকা তছরুপের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি ক্লাবের সদস্য বিপ্লবের ওপর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবি তুলেছে সাংবাদিকরা। সাবেক সভাপতি হানিফ মন্ডলের উপস্থাপনায় সভায় আলোচনা করেন, সিনিয়র সাংবাদিক শরীফ উদ্দীন, দর্শনা প্রেসক্লাবের কমিটির সভাপতি মনিরুজ্জামান ধীরু,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত মিলন, প্রেসক্লাবের সহসভাপতি মাহমুদ হাসান রণি, যুগ্নসম্পাদক রাজিব আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তুহিন, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুস সামাদ আজাদ বিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুজন, দপ্তর সম্পাদক আবজাজুল হক বাদল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবিদ হাসান রিফাত, কার্যনির্বাহী সদস্য শরীফ উদ্দীন, হানিফ মন্ডল, মোমিনুল ইসলাম, এনামুল কবির, রয়েল হোসেন, দর্শনা সাংবাদিক সমিতির সহসভাপতি আজিমুদ্দিন আহমেদ, যুগ্নসম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম, কোষাধ্যক্ষ জিল্লুর রহমান মধু, দপ্তর সম্পাদক আশরাফুজ্জামান রনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুকমল চন্দ্র বাধন, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক আসাবুল হক মুক্ত, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হাসমত আলী, কার্যনির্বাহী সদস্য আজাদ হোসেন, হারুন রাজু, বিপ্লব চৌধুরী, শামীম রহমান ও জাহিদুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক নজরুল ইসলাম, নাহিদ কবির মনু, মোঃ তহিরুল ইসলাম, রিপন আলী, আলমগীর হোসেন প্রমুখ। সভায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের অনুদানকৃত ১ লাখ টাকার হিসাব না পাওয়ায় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ ও কোষাধ্যক্ষ জাহিদুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সেই সাথে টাকা তছরুপের বিষয়টি খতিয়ে দেখতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। সমিতির সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত মিলনকে আহ্বায়ক, ক্লাবের যুগ্নসম্পাদক রাজিব আহমেদ রাজু ও কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সদস্য করে কমিটি গঠন করা হয়। এ দিকে গত পরশু রাত ৯ টার দিকে সাংবাদিক বিপ্লব চৌধুরীর উপরে হামলাকারি চঞ্চল মেহমুদ সহ জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত হয়। সেই সাথে এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকরা।