ডেস্ক : বিএনপির মনোনয়ন বিক্রির তৃতীয় দিনেও ছিল নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। বুধবার ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় দুপুর পৌনে ১টা। হঠাৎ করেই দৃশ্যপট পরির্বতন হয়ে যায় সরগরম নয়াপল্টনে। বিএনপি অফিসের সামনে সড়ক বন্ধ করে জোড়ো হওয়া নেতাকর্মীদের সরাতে যায় পুলিশ। তাকে বাঁধ সাধে বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের ওপর চড়াও হয় নেতাকর্মীরা। পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা কয়েকজন পুলিশের ওপর হামলা চালায়। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তত ৭০-৮০ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট ছুঁড়ে। থেমে থেমে প্রায় ঘণ্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এসময় পুশিলের দুটি গাড়িতে আগুন দেয়া হয়। কিছু মোটরসাইকেল, গাড়ি ভাঙচুরও করা হয়।
তবে এই সংঘর্ষের মাঝে বোরকা পরা এক সাহসী মহিলাকে সেলফি তুলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এই ছবিতে দেখা যাচ্ছে খু্বই স্বাচ্ছন্দের সাথে নিজের সেলফির সাথে পুড়ে যাওয়া গাড়ের ছবি তুলছেন তিনি। মহিলার কোন পরিচয় পাওয়া যায়নি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান