বাংলার খবর২৪.কম: পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার রাতে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার রাত ৮টার ২০ মিনিটে খালেদাকে বহনকারী অ্যামিরেটস এয়ারলাইন্সের ৫৮৪ ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
খালেদাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত হন-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু, ড. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান, যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মিজানুর রহমান মিনু প্রমুখ।
গত ২০ জুলাই সৌদি সফরে যান বেগম খালেদা জিয়া। আর লন্ডন থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে সৌদি যান তারেক রহমান। সাত দিন একত্রে থেকেই ইবাদত-বন্দেগী আর রাজনৈতিক ভবিষ্যত পরিকল্পনা তৈরীতে সময় কাটান মা ও ছেলে।
শুক্রবার মক্কার পবিত্র বায়তুল্লাহ শরিফে জুমায়াতুল বিদা নামাজ আদায় এবং বিদায়ী তাওয়াফ শেষে ফিরে যান তারা। সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার রাত তিনটার দিকে তারা মক্কা ত্যাগ করেন। শনিবার রাত ৮টা ৫০ মিনিটে বেগম খালেদা জিয়া ঢাকা পৌঁছবেন।
প্রায় একই সময়ে তারেক রহমানের লন্ডনে পৌঁছার কথা রয়েছে। অন্যদিকে লন্ডনের উদ্দেশ্যে স্বপরিবারে মক্কা ছাড়েন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। জেদ্দা বিমানবন্দরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে ফুল দিয়ে বিদায় শুভেচ্ছা জানান দলীয় নেতারা।
শুক্রবার জুমার নামাজ আদায়ের জন্য রয়েল প্যালেস থেকে স্বপরিবারে বায়তুল্লাহ শরিফে যান বেগম খালেদা জিয়া। খুতবার আগে তারা নফল নামাজ ও কোরআন তেলাওয়াত করেন। খুতবা শুনেন এবং নামাজ আদায় করেন। বিকেলে বিদায়ী তাওয়াফ করেন বেগম জিয়া।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, মেয়ে জাইমা রহমান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, চেয়ারপারসনের মধ্যপাচ্য বিষয়ক বিশেষ দূত এনামুল হক চৌধুরী, সৌদী বিএনপি নেতা আব্দুর রহমান, আহমদ আলী মুকিব, জাহাঙ্গীর আলম মিন্টু, শহিদুল্লাহ ভুইয়া, মাওলানা রফিকুল ইসলাম, ক্বারী মুহাম্মদ আবদুল হাকিম, মোস্তফা কামাল প্রমুখ ।
এদিকে, মক্কায় রয়েল প্যালেসে অবস্থানকালে বুধবার খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টব্যাপী বৈঠক করেন আইডিবি’র প্রেসিডেন্ট আহম্মেদ আলী।
খালেদা জিয়া গত ২০ জুলাই ওমরাহ পালনের উদ্দেশ্যে বাদশার আমন্ত্রনে সউদী আসেন। সর্বপ্রথম মদিনায় এসে তিনি মহানবী (সঃ) রওজা মোবারক জিয়ারত করেন। এরপর সেখানে তিনদিন অবস্থান করে ইবাদত বন্দেগীতে সময় কাটান। ২২ জুলাই রাতে মক্কায় আসেন।
ওই রাতেই পবিত্র ওমরা পালন করেন। ধর্মীয় এই সফরে রাজনৈতিক বিষয়কে গুরুত্ব দেননি তিনি। ইবাদতের কারণে নেতাকর্র্মীদের সঙ্গে মতবিনিময় করেননি বললেই চলে। তবে মদীনায় আল ইমান হোটেলে বড় ছেলে তারেক রহমানের সাথে কয়েক দফায় বৈঠকে মিলিত হন তিনি। সাংগঠনিক কিছু সিদ্ধান্তও গ্রহণ করেন তারা। স্থানীয় নেতাদের সাথে মতবিনিময় করেন তারেক রহমান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান