ডেস্ক: আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণ। এর পর নির্বাচন পিছানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
আজ মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং কর্মকর্তাদের সাথে নির্বাচনী দিকনির্দেশনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হলে এটা হবে আগামী দিনে জাতীয় নির্বাচনের মডেল। তাই আপনাদের ব্যর্থতায় নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়।’ আর সেদিকে নজর রাখার জন্য ডিসিদের নির্দেশ দেন তিনি।
ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিশনার মাহবুব তালুকদার, মো: রফিকুল ইসলাম, কবিতা খানম, মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব।
সিইসি বলেন, ‘এরকম প্রেক্ষাপটে নির্বাচন দেশে আর হয়নি। রাষ্ট্রপতি, সেনা সমর্থন, কেয়ারটেকার পদ্ধতির অধীনে নির্বাচন হয়েছে। আর ২০১৪ সালের নির্বাচনে সব দল যায়নি।’
তিনি বলেন, ‘নির্বাচনে ৯৫ শতাংশ দায়িত্ব আপনাদের।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান