বাংলার খবর২৪.কম, বরগুনা : বরগুনা সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের দায়ে অভিযুক্ত মো. জিহাদসহ গ্রেফতারকৃত অপর দু’জন হলো- মো. খলিলুর রহমান এবং দিপংকর।
এ ব্যাপারে বৃহস্পতিবার সকালে ওই কলেজ ছাত্রী পাঁচজনকে আসামি করে বরগুনা থানায় মামলা করে।
মামলার বিবরণ দিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক (পিপিএম) জানান, ওই কলেজ ছাত্রীকে প্রেমের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে একমাস আগে থেকে সম্পর্ক গড়ে তোলে অভিযুক্ত জিহাদ। সেই সম্পর্কের সূত্র ধরে গতকাল বুধবার বিকেলে গ্রেফতারকৃত দিপংকরের সহযোগিতায় তাকে শহরের দক্ষিণ মনসাতলী এলাকার একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গণধর্ষণ করে। ঘটনার সময় আরো চারজন সহযোগিতা করেছে বলে অভিযোগ করা হয়েছে। পরে ওই কলেজ ছাত্রীর অভিভাবক রাতে বরগুনা থানায় অভিযোগ করলে, পুলিশ অভিযান চালিয়ে জিহাদসহ তিনজনকে গ্রেফতার করে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।