ডেস্ক : সিলেট টেস্টে সফরকারী জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১ রানেই গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। ফলে রানের বিশাল ব্যবধানে হারলো বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেয়া ৩২১ রানের পাহাড়সম রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও চতুর্থ দিনে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে চাপের মুখে পড়ে টাইগাররা। শীর্ষ পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রিয়াদবাহিনী।
মঙ্গলবার ( ৬ নভেম্বর) চতুর্থ দিনের শুরুটা ছিলো বেশ সাবধানী। কিন্তু শেষ রক্ষা হয়নি। আগের দিনের ২৬ রানের সাথে ৪১ রান যোগ করতেই যোগ করতেই টপ অর্ডারের দুই ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। ব্যক্তিগত ২৩ রানে সেকান্দার রাজার বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান লিটন দাস। তিনি যখন ফিরে যান তখন দলীয় স্কোর ছিলো ৫৬।
এরপর ক্রিজে আসেন মুমিনুল হক। কিন্তু তিনিও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। ব্যক্তিগত ৯ রান ও দলীয় ৬৭ রানের মাথায় জারভিজের বলে পরিষ্কার বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ৮৩ রান ও ব্যক্তিগত ৪৩ রানে আউট হন ইমরুল কায়েস। এরপর দলীয় ১০২ রানের মাথায় অধিনায়ক রিয়াদ ( ১৬) ও ১১১ রানে শান্ত ( ১৩) আউট হন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান