ডেস্ক : বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং কারাবন্দি বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
মঙ্গলবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসভা থেকে নতুন এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর কর্মসূচির ঘোষণা করে বলেন, ‘আগামীকালের সংলাপে দাবি না মানা হলে ৮ মার্চ রাজশাহী অভিমুখে লংমার্চ করা হবে। সেখানে পরেরদিন সমাবেশ করা হবে। এরপর ধারাবাহিক ভাবে খুলনা ও ময়মনসিংহেও লংমার্চ ও সমাবেশ করা হবে। আর নির্বাচন কমিশন তফসিল না পেছালে নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করা হবে।’