ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর বলেছেন, সংলাপ কি এ সরকার ভুলে গিয়েছিল, ভোটবিহীন এ সরকার ক্ষমতা দখল করে আছে। কীসের সংলাপ, বলেছিল? যতবার ঐক্য হয়েছে ততবার বিজয় হয়েছে। এজন্য সংলাপ করতে তারা বাধ্য হয়েছে। একবার নয়, আরেকবারও সংলাপে বসতে চায়। আমরা শান্তিপূর্ণভাবে, সাত দফার বাস্তবায়ন চাই।
মঙ্গলবার (৬ নভেম্বর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রেন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।
সুলতান মনসুর বলেন, সোজাপথে না হলে বাঁকাপথে হাঁটতে হবে। এজন্য প্রস্তুত থাকতে হবে। আমার ভোট আমি দেবো যাকে ইচ্ছা তাকে দেবো- এটাই হবে আমাদের শপথ। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন।
তিনি বলেন, সারা বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে বিনা ভোটের এ সরকারকে পরাজিত করে জনগণের আশা-আকাঙ্ক্ষা ফিরিয়ে আনবো।
এসময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান