বাংলার খবর২৪.কম, লালমনিরহাট : লালমনিরহাটে মোবাইল কোর্ট পরিচালনাকে কেন্দ্র করে ব্যবসায়ী ও বিজিবি সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
ঈদ ও পূজাকে সামনে রেখে মোবাইল কোর্ট পরিচালনা করে ব্যবসা পরিচালনায় ব্যঘাত ঘটানোর অভিযোগ করেন ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে এমন অভিযোগে তাৎক্ষণিকভাবে লালমনিরহাট শহরের সকল প্রকার দোকানপাট বন্ধ রেখে তারা ধর্মঘট ও বিক্ষোভ মিছিল করে।
জানা গেছে, দুপুরে ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের নেতৃত্বে অপর ৪ নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৪ প্লাটুন বিজিবি নিয়ে জেলা শহরের রেলবাজার, গোশালা রোড, উত্তরণ সুপার মার্কেটে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা শুরু করে। ঈদ ও পূঁজাকে সামনে রেখে চোরাচালান প্রতিরোধ, ভেজাল পণ্য ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্স চেক করার জন্য এ অভিযান চালানো হয় বলে জানা গেছে।
অভিযান পরিচালনার স্বার্থে শহরের সকল প্রবেশ পথ বন্ধ করে দেয় বিজিবি সদস্যরা। বিনা নোটিশে এ অভিযান পরিচালনা করায় এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোকানপাট বন্ধ করে রাস্তায় নেমে পড়েন ব্যবসায়ীরা।
এক পর্যায়ে বিজিবির সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর দুপুর ২টার দিকে ম্যাজিস্ট্রেট ও বিজিবি সদস্যরা মোবাইল কোর্ট প্রত্যাহার করে চলে গেলেও ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি এস এ হামিদ বাবু জানান, ঈদের আগে মোবাইল কোর্ট পরিচালনা করায় ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মারাত্মক ব্যাঘাত ঘটে। আর এ কারণে বিক্ষুব্ধ ব্যবসায়ী ও বিজিবি সদস্যদের মধ্যে কিছুটা উত্তেজনা দেখা দেয়।
জেলা পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, ‘বিষয়টি শুনেছি মাত্র। তবে বেশি কিছু জানি না।’