ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে যুক্তফ্রন্ট নেতাদের বেশিরভাগ দাবি মেনে নেয়া হয়েছে। আজ শুক্রবার রাতে সংলাপ শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিক বিফিং-এ একথা বলেন তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, তাদের অনেক দাবিই আমরা মেনে নিয়েছি। এরমধ্যে রয়েছে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বলেছেন সেটি আমাদের প্রধানমন্ত্রী আগেই বলেছেন যে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনে তারা সেনাবাহিনী চেয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের সেনাবাহিনীকে নিয়ে অনেক খেলা হয়েছে বিগত দিনে। এধরণে কিছু যাতে আর না ঘটে সেটিও খেয়াল রাখতে হবে। আর নির্বাচনে সেনাবাহিনী সরাসরি না থাকলেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। এছাড়া তফসিলের পর প্রার্থীদের আচরণবিধি মেনে চলার বিষয়ে আমরা একমত হয়েছি। রাজবন্দিদের মুক্তির বিষয়টি কালকের সংলাপেই উঠে এসছে।
ইভিএম প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, এটি একটি আধুনিক পদ্ধতি, তারা এটি ব্যবহার না করার দাবি জানিয়েছেন। আমরা বলেছি পুরোপুরি না হলেও কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন চাইলে এটি ব্যবহার করতে পারে।
সংসদ ভেঙ্গে দেয়া বা নিস্ক্রিয় করার দাবির বিষয়ে কাদের বলেন, সংসদতো অলরেডি নিস্ক্রিয় হয়ে গেছে।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্ট নেতাদের সংলাপ রাত দশটা নাগাদ শেষ হয়।
অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে সংলাপে ছিলেন- বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, আবদুর রউফ মান্নান, ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, সহসভাপতি মাহমুদা চৌধুরী, মাহবুব আলী, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক এবং নির্বাহী সদস্য সাবেক এমপি মাজহারুল হক শাহ চৌধুরী। এছাড়াও সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজা, বিএলডিপি সভাপতি নাজিম উদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বাংলাদেশ ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি, মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান (এনডিপি) খোন্দকার গোলাম মোর্ত্তুজা, মহাসচিব মঞ্জুর হোসেন ইশা, বাংলাদেশ জনতা পার্টির সভাপতি শেখ আসাদুজ্জামান, জনদলের চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনাইটেড মাইনরিটি ফ্রন্টের সভাপতি দীলিপ কুমার দাশ এবং লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী যুক্তফ্রন্টের পক্ষে সংলাপে অংশগ্রহণ করেছেন।
অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২৩ সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্যাহ, আবদুল মতিন খসরু, মো.আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আনিসুল হক, মাহাবুব-উল আলম হানিফ, আবদুর রহমান, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুস সোবহান গোলাপ, শ ম রেজাউল করিম, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদ নেতা হাসানুল হক ইনু, মইনুদ্দিন খান বাদল ও সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান