বাংলার খবর২৪.কম : সিলেটে পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
বুধবার দুপুরে দক্ষিণ সুরমার গোটাটিকরে অবস্থিত পাসপোর্ট অফিসে স্থানীয় কিছু সন্ত্রাসী এ হামলা চালায়।
জানা যায়, বুধবার অফিস চলাকালে গোটাটিকর এলাকার বাসিন্দা চঞ্চলের শ্যালক একটি ফাইল নিয়ে পাসপোর্ট অফিসের কর্মকর্তা মাহবুবুর রহমান চৌধুরীর কাছে যান। তখন তিনি ফাইল ঠিক নয় বলে তাকে চলে যেতে বলেন। পরে চঞ্চল ওই ফাইল নিয়ে আবার মাহবুবুর রহমানের কাছে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে গোটাটিকরের কিছু উচ্ছৃঙ্খল যুবক পাসপোর্ট অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে। তাদের হামলায় অফিসের কয়েকটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়।
এসময় পাসপোর্ট অফিসের কর্মকর্তা ও গ্রাহকরা ভয়ে দিগ্বিদিক ছুটাছুটি করেন। এতে অনেক গ্রাহকের জরুরি কাগজপত্র, মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা খোয়া যায়।
পরে মোগলাবাজার থানা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পাসপোর্ট অফিসের পরিচালক কফিল উদ্দিন ভূঁইয়া জানান, ‘স্থানীয় কিছু সন্ত্রাসী এসে ভাঙচুর চালিয়েছে।’
রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানান তিনি।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা পাসপোর্ট অফিসে যাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
মামলার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, ‘পাসপোর্ট অফিসের পক্ষ থেকে মামলা করা হলে আমরা মামলা নেবো।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান