বাংলার খবর২৪.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে এক ভর্তিচ্ছু পরীক্ষার্থীসহ দু’জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার জীববিজ্ঞান অনুষদের (ডি ইউনিট) দ্বিতীয় শিফটের ভর্তি পরীক্ষা চলার সময় গণিত বিভাগের ১২২ নাম্বার কক্ষ থেকে তাদেরকে আটক করা হয়।
আটক পরীক্ষার্থীর নাম সুমাইয়া আতিয়া আখি (রোল ৪০৭৮০০)।
জানা যায়, ডি ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন গণিত বিভাগের ১২২ নাম্বার কক্ষের পরীক্ষার্থী সুমাইয়া আতিয়া আখিকে দেখে কর্তব্যরত শিক্ষিকা এলমা জান্নাতুল ফেরদৌসের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। পরবর্তীতে ওই মোবাইলের মেসেজ অপশন চেক করে শিক্ষকরা অসদুপায় অবলম্বনের বিষয়টি নিশ্চিত হন। এরপর তাকে আটক করা হয়।
আটক সুমাইয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘প্রথমে প্রশ্ন দেওয়ার কথা থাকলেও পরীক্ষা দিতে আসার পর তাকে একটি মোবাইল ফোন দিয়ে পরীক্ষার হলে ঢুকিয়ে দেওয়া হয়। তাকে বলা হয় হলের ভেতরে কোনো সমস্যা হবে না শিক্ষক সেট আপ দেওয়া আছে।’
এরপর সুমাইয়ার দেওয়া তথ্যমতে মামুন নামের আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আটক মামুন জানান, ‘সোহাগ নামের একজনের সঙ্গে সাড়ে চার লাখ টাকায় চুক্তি হয়। জামানত স্বরূপ সুমাইয়ার মার্কশিট জমা রাখে সে। মামুনকে জিজ্ঞাসাবাদে সোহাগ ও আপন নামে আরো দু’জনের নাম পাওয়া যায়।’
সুমাইয়া আরো জানান, এসএমএস এর মাধ্যমে সেট কোড পাঠানো হলেও কোনো উত্তর সরবরাহ করা হয়নি।
এদিকে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ৪১তম ব্যাচের আরিফুল নামের এক ছাত্র সুমাইয়াকে হলে দিয়ে আসেন বলে তিনি জানান।
প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহা জানান, আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
রিপোর্ট লেখা পর্যন্ত তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিলো।