বাংলার খবর২৪.কম ডেস্ক : আর্জেন্টিনার উত্তরাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬ দশমিক ২।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১১টা ১৬ মিনিটে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার চিলি সীমান্তবর্তী স্যান অ্যান্তোনিও দে লস কোব্রেস অঞ্চলের ৪৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প আঘাত হানে।
চিলির জাতীয় জরুরি দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, ভূমিকম্পটি ভূগর্ভের ২৫৭ কিলোমিটার গভীরে আঘাত হানে।
তবে এতে বড় ধরনের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সূত্র : সিএনএন