ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি মার্কেটে মুসলমান ও খ্রিস্টান সম্প্রদায়ের দাঙ্গায় ৫৫ জন নিহত হয়েছেন।
তুচ্ছ ঘটনা কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় স্থানীয় পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে। খবর ক্যাথলিক নিউজ ওয়ার্ল্ডের।
দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি জানান, রাজ্যের কাসুয়ান মাগানি শহরে ঠেলাগাড়িচালক যুবকদের মধ্যে বাদানুবাদের পর সংঘর্ষ ছড়িয়ে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রথমে গত বৃহস্পতিবার সংঘর্ষে দুজন নিহত হন। এর পর খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে হঠাৎ করে মুসলমানদের ওপর হামলা চালান। তারা মুসলমানদের ঘরবাড়ি পুড়িয়ে দেন।
এ ঘটনায় শহরটিতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছে। নাইজেরিয়ায় মুসলিম-খ্রিস্টান ধর্মভিত্তিক গোত্রগুলোর মধ্যে প্রায়ই এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে। তুচ্ছ ঘটনা কেন্দ্র করে একে অপরের জীবন কেড়ে নেন তারা।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান