বাংলার খবর২৪.কম,লক্ষ্মীপুর: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, মাতৃমৃত্যুর হার হ্রাসে বাংলাদেশের সাফল্য অর্জন করেছে। তিনি বলেন, মার্কিন সরকার এদেশে গর্ভবতী মা ও শিশুদের নিয়ে কাজ করছে। এ জন্য তাদের মৃত্যুর হার কমে ব্যাপক সাফল্য এসেছে বলে দাবি করেন তিনি।
মজিনা বলেন, আমরা পরিবার-পরিকল্পনা নিয়ে কাজ করছি, যাতে পরিবারগুলো নিয়ম অনুযায়ী আকার ধারন করতে পারে।বাংলাদেশে স্বাস্থ্যসেবা উন্নয়নে যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব হিসেবে কাজ করছে। গত ১৫ বছর আগে বাংলাদেশের হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগী ভরে থাকত। মেঝেতে অসুস্থ রোগী পরিপূর্ণ থাকতো। তখন ডায়রিয়া, শ্বাসকষ্টসহ অন্যান্য সংক্রামক রোগে অনেক রোগী মারা যেত। এখন আর তা হয় না।
বুধবার সকালে লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) অর্থায়নে ‘মা মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং’ প্রকল্পের একটি কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন, মজীনার স্ত্রী গ্রেস মজীনা, ইউএসআইএসডির মিশন ডিরেক্টর জেনিনা জারুজেকসকি, লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. গোলাম ফারুক ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শাহাদাত হোসাইন ও মনি হেলথ সিস্টেমস স্ট্রেংদেনিং প্রকল্পের সিনিয়র ম্যানেজার তপন কুমার ব্রহ্ম প্রমুখ।
পরে মার্কিন রাষ্ট্রদূত সার্কিট হাউজে লক্ষ্মীপুর জেলা প্রশাসক এ কে এম টিপু সুলতান ও জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান