
ফারুক আহম্মেদ সুজনঃ নির্ধারিত সংখ্যার বেশি আসন থাকা, গাড়ির বডি রঙ না করা ও ভাড়ার তালিকা না টানানোর কারণে ২৫ সেপ্টেম্বর পল্লবী পরিবহনের একটি বাসকে জরিমানা করা হয়। বিষয়গুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা দেওয়া হয়। কিন্তু, তারা সেটি আমলে নেননি। তাই বুধবার (৩ অক্টোবর) আবারও একই গাড়িকে (ঢাকা মেট্রো ব-১১৯৮৫২) জরিমানা করা হয়েছে। বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘মিরপুরের শাহ আলী থানা এলাকায় বুধবার গাড়িটিকে জরিমানা করা হয়েছে। এর আগে ২৫ সেপ্টেম্বর একই অপরাধে মিরপুর বাঙলা কলেজের সামনে গাড়িটিকে জরিমানা করা হয়। প্রথমবার ১০ হাজার টাকা ও দ্বিতীয়বার ৫ হাজার টাকা জরিমানা করা হয়।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল ইসলাম বলেন, ‘আমরা চেষ্টা করছি সড়কে শৃঙ্খলা ফেরাতে। কিন্তু, যানবাহন সংশ্লিষ্টরা নিজেদের পরিবর্তন করছেন না। তারা একই অপরাধ বার বার করছেন। অধিকাংশ গাড়িতেই ভাড়ার তালিকা টানানো হচ্ছে না। নারী, শিশু ও প্রতিবন্ধীদের জন্য আসন বরাদ্দ রাখা হচ্ছে না। গাড়ির বডি রঙ করার জন্য ৩০ সেপ্টেম্বর নির্ধারিত সময় পার হওয়ার পরও অনেক গাড়ি এখনও রঙ করা হয়নি।’
এদিকে বুধবার (৩ অক্টোবর) বিআরটিএ’র ১০টি ভ্রাম্যমাণ আদালত রাজধানীর ফার্মগেট, মহাখালী, ধানমন্ডি, শাহআলী থানা, বাবু বাজার ব্রিজ, মিরপুর বিআরটিএ, কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ ও চট্টগ্রাম মহানগরীতে অভিযান পরিচালনা করে। মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ ও অন্যান্য আইনের অধীনে ১৩৯টি মামলায় ২ লাখ ৭৩ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় ও একজন দাললকে কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ৫টি মোটরযান ডাম্পিং স্টেশনে পাঠানো ও তিনটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়।
বিআরটিএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিবুর রহমানের নেতৃত্বে মিরপুর বিআরটিএ অফিস এলাকায় অভিযান পরিচালনা করে ১৬টি মামলায় ৪০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের নেতৃত্বে শাহআলী থানা এলাকায় ১৯ মামলায় ২৯ হাজার ২শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এম. এম. শামিরুল ইসলামের নেতৃত্বে বাবু বাজার ব্রিজ এলাকায় ১২টি মামলায় ২৬হাজার ৭শ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেনে নেতৃত্বে কেরানীগঞ্জের ইকুরিয়া বিআরটিএ অফিস এলাকায় ১৩টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা ও ১ দাললকে কারাদণ্ড দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুহাম্মদ আব্দুর রহিম সুজনের নেতৃত্বে ফার্মগেট এলাকায় ১৬টি মামলায় ৪৪ হাজার ২শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাহ সাদিয়া তাজনীনের নেতৃত্বে মহাখালী এলাকায় ১৮টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. এফ. এম ফিরোজ মাহমুদের নেতৃত্বে ধানমন্ডি এলাকায় ৮টি মামলায় ১১হাজার ৬শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর ওয়াসা মোড় এলাকায় ১৭টি মামলায় ৪১ হাজার ৭৫০ টাকা জরিমানা দুইটি মোটরযান ডাম্পিং স্টেশনে পাঠানো হয়। এছাড়া তিনটি মোটরযানের কাগজপত্র জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট এস, এম. মনজুরুল হকের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ৯টি মামলায় ২১ হাজার ৯শ টাকা জরিমানা আদায় করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা হকের নেতৃত্বে চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ৯হাজার ৭শ টাকা জরিমানা আদায় ও তিনটি মোটরযান ডাম্পিং স্টেশনে পাঠানো হয়।