ডেস্ক : রাজশাহী নগরীর মতিহার থানার খড়খড়ি বাইপাস এলাকায় মাছ ব্যবসা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। সোমবার রাত ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পরে মঙ্গলবার দুপুরে নগরীর খড়খড়ি বাজার নিহতের লাশ নিয়ে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ সময় তারা খুনীদের শাস্তি দাবি করেন।
নিহত যুবলীগ নেতার নাম মোহন আলী (৩০)। তিনি পবার ললিতাহার এলাকার হানিফ আলীর ছেলে। মোহন পারিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
মতিহার থানার ওসি শাহদাৎ হোসেন খান জানান, মারধরের ঘটনায় ছয়জনকে আসামি করে আগেই একটি মামলা করা হয়েছিল। সে মামলাটি এখন হত্যা মামলা হিসেবে বিবেচিত হবে। সোমবার রাতে অভিযান চালিয়ে আলাউদ্দীন নামের এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গত ২১ সেপ্টেম্বর সকালে খড়খড়ি বাইপাস মোড়ে মাছ ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের মারপিটে মোহন গুরুতর জখম হন। পরে তাকে রামেকের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান