ডেস্ক : বিচার প্রশাসনে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজসহ সমমর্যাদার ২৭৪ জন বিচারকের দপ্তর বদলি করে দিয়েছে সরকার।
গতকাল সোমবার আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির আদেশ জারি করা হয়। আদেশে জানানো হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে এ রদবদল আনা হয়েছে।
একইসঙ্গে আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের জেলা জজ/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/দপ্তর প্রধানের মনোনীত কর্মকর্তার কাছে বুধবারের মধ্যে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও যারা কোনো ধরনের প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন কিংবা নির্বাচনে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব পেয়েছেন তাদের প্রশিক্ষণ বা ছুটি শেষে কিংবা নির্বাচনের দায়িত্ব শেষে বদলি করা কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।