ডেস্ক: আসামে এনআরসির তালিকা নিয়ে বেশ কিছু দিন ধরেই ‘অবৈধ বাংলাদেশি’দের ভারত থেকে তারানোর হুমকি দিয়ে আসছেন ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি-বিজেপির নেতারা। এই হুমকি দিতে বাদ জাননি দলের সভাপতি ও সাধারণ সম্পাদকও।
সেই সবের ধারাবাহিকতায় আবারও একই হুমকি দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, ‘শিগগিরই ভারতের অন্যান্য রাজ্যে নাগরিকপঞ্জি (এনআরসি) করা হবে। পশ্চিমবঙ্গেও এনআরসি করা হবে এবং বাংলাদেশী ‘অবৈধ’ অভিবাসীদের বের করে দেয়া হবে।’
শনিবার (১৫ সেপ্টেম্বর) তেলাঙ্গনা রাজ্যের মাহবুবনগরে এক জনসভায় শাসক দলের এই সভাপতি বলেন, ‘বাংলাদেশের মতো দেশগুলোর অবৈধ অভিবাসী শুধু নিরাপত্তার ক্ষেত্রেই হুমকি নয়। একই সঙ্গে তারা ভারতীয় নাগরিকদের কাজ নিয়ে নিচ্ছে।
তিনি সেখানে আরও বলেন, ‘অবৈধ বাংলাদেশী অভিবাসী হায়দরাবাদ ও মাহবুবনগর জেলায়ও আছে। তাদের নাগরিকত্ব বাতিল করার পর বের করে দেয়া হবে কিনা সে বিষয়ে মুখ খোলা উচিত তেলাঙ্গনা রাজ্যের মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাওকে।’
গত মঙ্গলবারও অমিত শাহ একই হুমকি দিয়েছেন। রাজস্থানের জয়পুরে দলীয় কর্মীদের এক সভায় অমিত শাহ বলেন, ‘বিজেপির সংকল্প হল, ভারতের মাটিতে একজনও বাংলাদেশি অনুপ্রবেশকারীকে থাকতে দেবে না। তাদেরকে বেছে বেছে এখান থেকে বিতাড়িত করা হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান