ডেস্ক: জাপানের উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইডোতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে।
বৃহস্পতিবার ভোরে ৬ দশমিক ৭ মাত্রার এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮জনের মৃত্যু, শতাধিক আহত এবং ৪০ জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এনএইচকে হতাহতের এই তথ্য জানিয়েছে।
টাইফুন জেবির প্রভাব কাটিয়ে না উঠতেই আঘাত হানা এ ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হোক্কাইডো। এর প্রধান শহর সাপ্পোরোর দক্ষিণে অবস্থিত আৎসুমা ও আবিরা শহর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিধ্বসের ঘটনাও ঘটেছে।
ভূমিকম্পের পর বিভিন্ন স্থাপনা দুর্বল হয়ে পড়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকতে বলেছে কর্তৃপক্ষ।
আবহাওয়া অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ভূমিকম্পের পর আবারও বড় ধরনের ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়েছে। বিপদজ্জনক এলাকা এড়িয়ে চলার জন্য বাসিন্দাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান