হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজিচালিত অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে সাতাইয়াল গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাযাত্রী ইরেশ সরকার (৩০) ও মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি অটোরিকশাটিকে ধাওয়া করে। এ সময় চালক পুলিশের হাত থেকে বাঁচার জন্য বেপরোয়া চালানোর সময় গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মসজিদের সামনে সাতাইহাল ফুলতলী বাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আজাদ মিয়া (৩০), অটোরিকশাযাত্রী কালীপদ সরকার (৪০), সাইফুল ইসলাম (৩০), শান্ত বিশ্বাস (১০), সেবক চন্দ্র বিশ্বাস (৩২) ও রঘু সরকার (৪০)। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশের গাড়িতে করে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে আটক করে লাঞ্ছিত করে। খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম ঘটনাস্থলে পৌঁছে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ঘটেনি। সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, স্থানীয় জনতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা একটি দোকানে ছিলেন। তাদের কেউ আটক করেনি।