পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

হবিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজিচালিত অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে সাতাইয়াল গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাযাত্রী ইরেশ সরকার (৩০) ও মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি অটোরিকশাটিকে ধাওয়া করে। এ সময় চালক পুলিশের হাত থেকে বাঁচার জন্য বেপরোয়া চালানোর সময় গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মসজিদের সামনে সাতাইহাল ফুলতলী বাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আজাদ মিয়া (৩০), অটোরিকশাযাত্রী কালীপদ সরকার (৪০), সাইফুল ইসলাম (৩০), শান্ত বিশ্বাস (১০), সেবক চন্দ্র বিশ্বাস (৩২) ও রঘু সরকার (৪০)। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশের গাড়িতে করে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে আটক করে লাঞ্ছিত করে। খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম ঘটনাস্থলে পৌঁছে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ঘটেনি। সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, স্থানীয় জনতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা একটি দোকানে ছিলেন। তাদের কেউ আটক করেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

হবিগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে মোটরসাইকেলকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

আপডেট টাইম : ০২:১৬:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ সেপ্টেম্বর ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে পুলিশের ধাওয়া খেয়ে সিএনজিচালিত অটোরিকশা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নে সাতাইয়াল গ্রামের কাছে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশাযাত্রী ইরেশ সরকার (৩০) ও মোটরসাইকেল আরোহী সোহেল মিয়া (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর হাইওয়ে পুলিশের একটি দল মহাসড়কে চলাচল নিষিদ্ধ একটি অটোরিকশাটিকে ধাওয়া করে। এ সময় চালক পুলিশের হাত থেকে বাঁচার জন্য বেপরোয়া চালানোর সময় গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মসজিদের সামনে সাতাইহাল ফুলতলী বাজার থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সিএনজি ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনায় আহতরা হলেন, মোটরসাইকেল আরোহী আজাদ মিয়া (৩০), অটোরিকশাযাত্রী কালীপদ সরকার (৪০), সাইফুল ইসলাম (৩০), শান্ত বিশ্বাস (১০), সেবক চন্দ্র বিশ্বাস (৩২) ও রঘু সরকার (৪০)। স্থানীয় লোকজনের সহযোগিতায় হাইওয়ে পুলিশের গাড়িতে করে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে আটক করে লাঞ্ছিত করে। খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম ঘটনাস্থলে পৌঁছে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী বলেন, পুলিশের ধাওয়ায় দুর্ঘটনা ঘটেনি। সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরও বলেন, স্থানীয় জনতার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা একটি দোকানে ছিলেন। তাদের কেউ আটক করেনি।