বাংলার খবর২৪.কম, সাতক্ষীরা : সাতক্ষীরার কোমরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে আটজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছে। বুধবার সকাল ৭টার দিকে তাদের গ্রেফতার করা হয়।
আটটকৃত ব্যক্তিরা হলেন- মজিবুর রহমান (৫০), সবুজ সরদার (২৮), ফজলুর রহমান (৩০), সাদ্দাম হোসেন (২২), সাজ্জাদুল ইসলাম (২০), ইউনুছ সরদার (২৮), মো. সামাদ (২২) ও তৈয়বুর রহমান (২০)। তাদের বাড়ি জেলার বিভিন্ন এলাকায় বলে জানা যায়।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অপারেশন অফিসার মেজর আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটকৃত ব্যক্তিদের নিকট বৈধ পাসপোর্ট ও কোন কাগজপত্র পাওয়া যায়নি। তাদেরকে থানায় পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান