ডেস্ক : রাজধানীর মিরপুর বি আর টি এ তে ভ্রাম্যমান আদালত ৩ এর নির্বাহী ম্যাজিস্টেট মোঃ নাজমুল ইসলামের নেতৃত্বে আনসার কমান্ডার মো. মনির হোসেন এর সহযোগিতায় অভিযান পরিচালনা করে ৬জন দালালকে আটক করতে সক্ষম হয়। তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন। (১) মোঃ সোহাগ পিতা ফজলুল করিম ,৫০০শত টাকা অর্থদন্ড। (২) জামাল পিতা . আবুল হাসান ,জালেরপার মিরপুর, ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড।(৩) মো. শাহাজাহান আলী, পিতা. মৃত. আফতাব উদ্দিন, ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড। (৪)হুমায়ূন কবির,পিতা. মোতাহার আলী,২ মাসের বিনাশ্রম কারাদন্ড।(৫)সাত্তার, পিতা. ইদ্রিস আলী , মিরপুর -১৩, ১৫দিনের কারা দন্ড। (৬) বাবুল মজুমদার, পিতা. খোকন মজুমদার,কাকরাইল ঢাকা।৩,০০০/ টাকা অর্থ দন্ড।আনছার কমান্ডার মনির হোসেন বলে, বি আর টি এ তে সার্বক্ষনিক তদারকি করে দালাল, চোর ও ছিনতাইকারীকে হাতে নাতে ধরে আইন শৃঙ্গলার নিকট হস্থান্তর করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে আসছি এবং তাদের সঙ্গে বি আর টি এ এর কর্মচারী কর্মকর্তাদের আপোষ নেই। কোন প্রকার দূর্নীতিবাজ থাকলে আমাদের হাতে ধরিয়ে দিন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান