মোঃ তহিরুল ইসলামঃ- চুয়াডাঙ্গা দর্শনা আইসি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে রামনগরের বিজয় নামের অভিযুক্ত এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এসময় ৪ টি বালিশের ভেতর থেকে ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।বাপ-পুত্র পালিয়ে গেলেও তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।
পালাতক আসামিদের হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান দর্শনা রেলবাজারের পূর্বাশা পরিবহন কাউন্টারের সামনে।এ সময় পুলিশ গ্রেফতার করে দর্শনা পৌর শহরের রামনগর চরণ দাসের ছেলে বিজয় দাসকে (২০)। বিজয়কে গ্রেফতারের সময় কৌশলে পালিয়ে যায় একই মহল্লার লতিফ মিয়ার ছেলে আব্দুস সালাম (৪৪) ও আব্দুস সালামের ছেলে সজিব (২০)। অভিযোগ উঠেছে, এলাকার মাদক কারবারীচক্রের চিহ্নিত হোতাদের তালিকায় রয়েছে বিজয়, সালাম ও সজিব। পুলিশ বলেছে, বিজয়কে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে ৪ টি বালিশের ভেতর থেকে উদ্ধার করে ৮৪ বোতল ফেনসিডিল। এ ফেনসিডিল পূর্বাশা পরিবহন যোগে ঢাকার উদ্যোশ্যে নেয়ার প্রস্তুতিকালেই পুলিশের অভিযানে তা ভেস্তে যায়। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদি হয়ে গতকালই গ্রেফতারকৃত বিজয়সহ পালাতক আসামি সালাম ও সজিবের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন। এসআই মিজান বলেছেন পালাতক আসামি সালাম ও সজিবকে গ্রেফতারের জন্য কয়েকদফা অভিযান চালানো হয়েছে।