বাংলার খবর২৪.কম , কুড়িগ্রাম: ভারতের কোচবিহারে বিএসএফ সেক্টর হেডকোয়ার্টারের বিশেষ আদালতে তৃতীয়দিনের মতো চলছে ফেলানী হত্যার পুন:বিচারের শুনানি।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আকন্দ জানান, বুধবার তৃতীয়দিনের মতো বিচারকাজ অব্যাহত রয়েছে। তবে ফেলানী হত্যার প্রত্যক্ষ সাক্ষী তার বাবা নূর ইসলাম, মামা আব্দুল হানিফসহ চার সদস্যসের প্রতিনিধিদলকে বিএসএফের পক্ষ থেকে প্রস্তুত থাকতে বলা হলেও এখন পর্যন্ত সাক্ষ্য দিতে ভারতে যাওয়ার দিনক্ষণ ঠিক হয়নি।
গত সোমবার কোচবিহারে বিএসএফের সদর দফতরে স্থাপিত বিশেষ আদালতের স্পেশাল সিকিউরিটি ফোর্স কোর্টে এ বিচারকাজ শুরু হয়। বিচারিক আদালতের কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার চৌধুরীহাট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭-এর কাছে ফেলানী হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিশেষ আদালতের একটি প্রতিনিধিদল।
উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি বাংলাদেশি কিশোরী ফেলানী তার বাবার সঙ্গে ভারত থেকে ফুলবাড়ীর অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার পথে বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত হন। এরপর তার লাশ অনেক্ষণ কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকে। যা নিয়ে বিশ্বব্যাপি ব্যাপি ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
২০১৩ সালের ১৩ আগস্ট এই হত্যার বিচারিক কার্যক্রম শুরু হয়। বিশেষ আদালতে অমিয় ঘোষকে অভিযুক্ত করে সাক্ষ্য দেন ফেলানীর বাবা ও মামা। ২০১৩ সালের ৬ সেপ্টেম্বর বিশেষ আদালত অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয়।