ফারুক আহম্মেদ সুজন : চট্টগ্রাম নগরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একদিনেই ৭৬টি মামলায় ৯৮ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া অভিযানে ফিটনেসবিহীন ৩টি লোকাল বাস জব্দ করে ড্যাম্পিংয়ে প্রেরণ এবং ফিটনেস না থাকায় ১০টি গাড়ির কাগজপত্র জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১০টা থেকে বিকাল পর্যন্ত বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হক ও মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নগরীর টাইগারপাস মোড়ের আগে বিন্না ঘাস প্রকল্প এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীরের নেতৃত্বে ৫০টি মামলায় ৬৭ হাজার ৫০০ টাকা এবং টাইগার পাস পুলিশ বক্সের সামনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মঞ্জুরুল হকের নেতৃত্বে ২৬টি মামলায় ৩১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক মীর বলেন, ‘নিরাপদ সড়ক নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি। রুট পারমিট, লাইসেন্স, রেজিস্ট্রেশন, হেলমেট, যানবাহন বীমা, হাইড্রোলিক হর্নের জন্য জরিমানা করা হয়েছে। একই সঙ্গে চালকদের সচেতন করা হচ্ছে। আর যাদের কাগজপত্র ঠিকঠাক আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।’