ডেস্ক : মিয়ানমারের ভয়াবহ বন্যায় বাড়িছাড়া হয়ে পড়েছে ৫০ হাজারের বেশি লোক। বহু রাস্তা ঘাট ও দোকান-পাট ভেসে গেছে। এমনটি জানিয়েছে দেশটির সরকারি কর্মকর্তারা। খবর ভয়েস অব আমেরিকার।
স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, দেশটির মধ্যাঞ্চলে সোয়ার নদীর একটি বাঁধ ভাঙনের ফলে এমন ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। এতে কমপক্ষে ৮৫ টি গ্রাম প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছে। দেশটির অনেক ক্ষেত খামারের ফসল নষ্ট হয়ে গেছে।
বন্যায় দেশটির তিনটি প্রধান শহর ইয়াংগুন, মান্দালন ও রাজধানী নেপিদের সঙ্গে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বন্যায় আক্রান্ত লোকদের উদ্ধারে বিভিন্ন বাহিনীর সদস্যরা কাজ করছে। তবে এখন বন্যার পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
দুর্গত এলাকা থেকে সরকারি কর্মকর্তা মিন থু জানান, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে পানি কমতে শুরু করেছে। উচু অঞ্চলের অনেক লোক তাদের বাড়ি ফিরছে। তবে বেশ কিছু লোক নিখোঁজ রয়েছেন বলে তিনি রয়টার্সকে জানান। এসব লোক বন্যার ভাসিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান