ডেস্ক: চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে ১০১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৮৬ জন পুরুষ ও ১৫ জন নারী।
মক্কায় বাংলাদেশ হজ মিশনে কর্মরত আইটি কর্মকর্তা রাশিদুল হাসান লিটন বৃহস্পতিবার রাতে এ তথ্য জানান।
তিনি বলেন, মোট মৃত হাজির মধ্যে মক্কায় ৬৪ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, আরাফায় ১০ জন ও মিনায় ১৮ জন মারা গেছেন।
উল্লেখ্য, এ বছর বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের সর্বমোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ২৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান।
সোমবার (২৭ আগস্ট) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়। ফ্লাইট শেষ হবে ২৭ সেপ্টেম্বর। বুধবার বিকেল পর্যন্ত পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৩৮৭ জন হাজি।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান