ডেস্ক : মিয়ানমার সেনাবাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লায়িং সহ দেশটির ২০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। রোহিঙ্গাদের ওপর গণহত্যার অভিযোগে তাদের বিচার হওয়া উচিৎ, জাতিসংঘের এমন বক্তব্যের পর এই সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক। পাশাপাশি সরিয়ে দেয়া হয়েছে তাদের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টও।
সোমবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, ‘বিদ্বেষমূলক এবং অসত্য তথ্য’ ছড়ানোর দায়ে তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করা হয়েছে।
ফেসবুক জানায়, ‘নির্দিষ্টভাবে ২০ বার্মিজ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের পেজ ফেসবুক থেকে নিষিদ্ধ করা হচ্ছে। তাদের মধ্যে রয়েছে- জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লিয়াং, সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ এবং সেনাবাহিনীর টেলিভিশন চ্যানেল মায়াবতি টেলিভিশন নেটওয়ার্কের পেজ।
ফেসবুক আরও জানায়, ‘সারাবিশ্বে আমরা সর্বমোট ১৮ জন ব্যক্তি, একটি ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট এবং ৫২ টি ফেসবুক পেজ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছি।’
সংখ্যালঘু রোহিঙ্গাদের নিয়ে তিক্ত সমালোচনামূলক পোস্টের স্রোত সামাল দিতে ফেসবুক ব্যর্থ হয়েছে বলে কিছুদিন আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।
এর একদিন পর ফেইসবুক কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করে এক বিবৃতিতে বলে, ‘মিয়ানমারে জাতিগত সহিংসতা যন্ত্রণাদায়ক আর আমরা ফেইসবুকে ভুল তথ্য আর ঘৃণামূলক বিবৃতি ঠেকাতে খুবই ধীর গতির।’
গতবছর আগস্টের শেষভাগে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে লাখ লাখ রোহিঙ্গা নাগরিক সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।