বাংলার খবর২৪.কম : বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, দেশে রাজনৈতিক স্থিতিশীলতাও অনেকটা কমে এসেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন ও অগ্রগতির জন্য বাংলাদেশকে বিশ্বের মধ্যে একটি টেকশই উন্নয়নের মডেল দেশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এখন শুধু প্রয়োজন দীর্ঘ মেয়াদী বিনিয়োগ কার্যক্রম।
মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের এলামনাই এসোসিয়েশন ফ্লোরে আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশন (ডিইউএএ) এবং ইস্টার্ন ব্যাংক বাংলাদেশ লিমিটেড (ইবিএল) যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করে।
ড. আতিউর রহমান বলেন, বর্তমানে দেশে দরিদ্রের হার কমেছে এবং মাথাপিছু আয় আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার গড়ে ৬ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আকু পেমেন্টের পরেও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ২১ দশমিক ৬ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশ এবং ২০৪০ সালের উন্নত দেশে পরিণত করতে দক্ষ ও শিক্ষিত জাতি গড়ে তুলতে হবে। আজকে যারা শিক্ষার্থী ভবিষ্যতে তারাই দেশের নেতৃত্ব গ্রহণ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি মো. রকীবউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাবি ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান মো. গাজীউল হক, ইস্টার্ন ব্যাংক লিমিটেডের এমডি আলী রেজা ইফতেখার প্রমুখ।
উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগের ৫৬৬ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে এককালীন ৫ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান