বাংলার খবর২৪.কম : দক্ষিণ কোরিয়ায় চলমান ১৭তম এশিয়ান গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে হকিতে সিঙ্গাপুরকে ২-১ হারাল বাংলাদেশ হকি দল।
মঙ্গলবার দক্ষিণ কোয়িয় সনহক হকি স্টেডিয়ামে সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়ে প্রথম জয়টি তুলে নেয় নাভিদ আলমের ছাত্ররা। বাংলাদেশের হয়ে দুটি গোল করেন মো: খোরশেদুর রহমান ও পুস্কর খোসা মিমো। অন্যদিকে সিঙ্গাপুরের হয়ে গোলটি করেন, পান রুই তান।
এর আগে বাংলাদেশ ৮-০ গোলে হারে জাপানের কাছে। দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৫-১ গোলে হার মানে। অবশেষে তৃতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম কোয়ার্টারে লড়াই চলে সমানে-সমান। ফলে কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ দুটি গোল করে। তৃতীয় কোয়ার্টারেও কোনো গোল হয়নি। চতুর্থ কোয়ার্টারে গিয়ে ১টি গোল ফিরত দেয় সিঙ্গাপুরকে। কিন্তু শেষ পর্যন্ত হার এড়াতে পারেনি বাংলাদেশের প্রতিপক্ষ। এশিয়ান গেমস হকিতে শেষ ম্যাচ আগামী ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান