অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

রাহুল গান্ধী বিয়ের কথা স্বীকার করলেন

ডেস্ক: ভারতীয় কংগ্রেসের দলের প্রধান রাহুল গান্ধী নিজের বিয়ের কথা প্রকাশ করলেন। ৪৮ বছর বয়সী অকৃতদার রাহুল বললেন, তিনি তো দলকেই (কংগ্রেস) বিয়ে করেছেন।

এই বক্তব্যের মধ্য দিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন, তিনি দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে হায়দরাবাদে আছেন। সেখানেই মঙ্গলবার তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হন।

এনডিটিভির খবরে বলা হয়, রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে আলোচনার একপর্যায়ে তাকে বিয়ের পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আর এতেই রাহুলের সোজা উত্তর, ‘আমার বিয়ে তো দলের সঙ্গেই হয়েছে।’

ওই আলোচনায় রাহুল ভারতের আগামী নির্বাচন নিয়ে বিশদ কথা বলেন। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদি কোনোভাবেই পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন না।

রাহুলের ধারণা, বিজেপি লোকসভার নির্বাচনে ২৩০ আসনও পাবে না। তাই নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না। রাহুল বলেন, উত্তর প্রদেশ ও বিহারে বিজেপিবিরোধী দলগুলোর যে জোট আছে, তাতে আগামী নির্বাচনে বিজেপির আসন কমবে। কংগ্রেস অথবা বিজেপি জোটের বাইরের অন্য কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কে সরকারপ্রধান হতে পারেন—এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন রাহুল। তিনি বলেন, তাঁরা এটি নিয়ে কাজ করবেন। এ ছাড়া রাহুল বিভিন্ন রাজ্যে সমমনা দলগুলোর সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, অন্ধ্র প্রদেশে ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস কোনো আসন পেয়েছে, সেখানে তার দল এবার কেমন করবে—এমন জিজ্ঞাসায় রাহুল বলেন, সেখানে দলীয় অবস্থান উন্নত করার কাজ চলছে।

এ ছাড়া ভারতজুড়ে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাহুল। এ জন্য তিনি বিজেপি সরকারকে দায়ী করেন। তার মতে, বর্তমানে ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাহুল বলেন, নরেন্দ্র মোদি বছরে দুই কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন—এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এ প্রসঙ্গে রাহুল বলেন, চীন ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষকে কাজ দিতে সক্ষম অথচ ভারত একই সময়ে মাত্র ৪৫৮ জনকে কাজ দিতে সক্ষম। সূত্র: এনডিটিভি

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

রাহুল গান্ধী বিয়ের কথা স্বীকার করলেন

আপডেট টাইম : ০৬:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮

ডেস্ক: ভারতীয় কংগ্রেসের দলের প্রধান রাহুল গান্ধী নিজের বিয়ের কথা প্রকাশ করলেন। ৪৮ বছর বয়সী অকৃতদার রাহুল বললেন, তিনি তো দলকেই (কংগ্রেস) বিয়ে করেছেন।

এই বক্তব্যের মধ্য দিয়ে রাহুল বোঝাতে চেয়েছেন, তিনি দলের জন্য নিজেকে উৎসর্গ করেছেন।

রাহুল গান্ধী বর্তমানে দুদিনের সফরে হায়দরাবাদে আছেন। সেখানেই মঙ্গলবার তিনি বিভিন্ন গণমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হন।

এনডিটিভির খবরে বলা হয়, রাজনীতির গতি-প্রকৃতি নিয়ে আলোচনার একপর্যায়ে তাকে বিয়ের পরিকল্পনার সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। আর এতেই রাহুলের সোজা উত্তর, ‘আমার বিয়ে তো দলের সঙ্গেই হয়েছে।’

ওই আলোচনায় রাহুল ভারতের আগামী নির্বাচন নিয়ে বিশদ কথা বলেন। তিনি বলেন, ২০১৯ সালের নির্বাচনে নরেন্দ্র মোদি কোনোভাবেই পুনরায় প্রধানমন্ত্রী হতে পারবেন না।

রাহুলের ধারণা, বিজেপি লোকসভার নির্বাচনে ২৩০ আসনও পাবে না। তাই নরেন্দ্র মোদির পুনরায় প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নই ওঠে না। রাহুল বলেন, উত্তর প্রদেশ ও বিহারে বিজেপিবিরোধী দলগুলোর যে জোট আছে, তাতে আগামী নির্বাচনে বিজেপির আসন কমবে। কংগ্রেস অথবা বিজেপি জোটের বাইরের অন্য কোনো রাজনৈতিক দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায়, তাহলে কে সরকারপ্রধান হতে পারেন—এমন প্রশ্নের জবাব কৌশলে এড়িয়ে গেছেন রাহুল। তিনি বলেন, তাঁরা এটি নিয়ে কাজ করবেন। এ ছাড়া রাহুল বিভিন্ন রাজ্যে সমমনা দলগুলোর সঙ্গে জোট বাঁধার ইঙ্গিত দিয়েছেন।

অন্যদিকে, অন্ধ্র প্রদেশে ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস কোনো আসন পেয়েছে, সেখানে তার দল এবার কেমন করবে—এমন জিজ্ঞাসায় রাহুল বলেন, সেখানে দলীয় অবস্থান উন্নত করার কাজ চলছে।

এ ছাড়া ভারতজুড়ে চলমান সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন রাহুল। এ জন্য তিনি বিজেপি সরকারকে দায়ী করেন। তার মতে, বর্তমানে ভারতে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

রাহুল বলেন, নরেন্দ্র মোদি বছরে দুই কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন—এই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। এ প্রসঙ্গে রাহুল বলেন, চীন ২৪ ঘণ্টায় ৫০ হাজার মানুষকে কাজ দিতে সক্ষম অথচ ভারত একই সময়ে মাত্র ৪৫৮ জনকে কাজ দিতে সক্ষম। সূত্র: এনডিটিভি