মোঃ তহিরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি :গতকাল বিকেল ৬ টায় চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার আজমপুরে ভন্ড মহিলা কবিরাজের দেয়া দুধ খেয়ে ৪ জন অসুস্থ হয়ে পড়েছে
এদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যরা একটি বেসরকারি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এলাকা বাসীর সূত্রে জানা যায়, আজমপুর গ্রামের দর্শনা রেলবাজারের লন্ড্রী দোকানি আলালের স্ত্রী সাবি খাতুন কিছুদিন পূর্বে গুজব ছড়ায় যে শনি ও মঙ্গলবার তার গায়ে জ্বীন ভর করে ও বাঘের দুধ দিয়ে যায় গুজবে কান দিয়ে এলাকার সহজ সরল মানুষরা তার বাড়িতে ভিড় করে।সুযোগ বুঝে ভন্ড কবিরাজ সাধারন পাউডার এর দুধ বাঘের দুধ বানিয়ে ৫০১ টাকা করে বিক্রি করতে থাকে গতকাল বিকেলে এই দুধ খেয়েই অসুস্থ হবার ঘটনা ঘটেছে। অসুস্থরা হল মোহাম্মদপুরের সিমান্ত(১৪)ইশ্বরচন্দ্রপুরের বৃষ্টি(১২)আজমপুরের শোয়েব(১৩)পুকুরপার এলাকার জিহাদ(১৪)
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে সচেতন মহল এই ঘটনার প্রতি দৃষ্টি দেবার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্ববান জানিয়েছে ##
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান