ডেস্ক: বেনাপোল সীমান্ত থেকে ২টি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেন (৩৩) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটক রিয়াত হোসেন চট্টগ্রাম জেলার গোয়ালখালী থানার বদরখালী গ্রামের মৃত অলি আহম্মেদের ছেলে।
শনিবার রাত ১০টার দিকে বেনাপোল-যশোর মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ওই যাত্রীকে আটক করা হয়।
বিজিবি সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বেনাপোল হতে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের বাসে এক যাত্রীর কাছে পিস্তল ও গুলি রয়েছে। বিজিবি সদস্যরা চেকপোস্টে বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীকে তল্লাশি করে ব্যাগ থেকে দুটি এয়ার পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ রিয়াত হোসেনকে আটক করা হয়।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, উদ্ধার পিস্তল এবং গুলিসহ তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান