মোঃ তহিরুল ইসলাম, চুয়াডাঙ্গা :চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষনা করা হয়েছে বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষনার করা হয়। পৌরসভার হিসাবরক্ষক মোঃ রুমি আলম পলাশ বাজেট পেশ করেন।
আগামী অর্থবছরের জন্য দর্শনা পৌরসভায় ৫১ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৫৪ টাকার বাজেট ঘোষনা করা হয়। ঘোষিত বাজেটে মোট আয়ের পরিমান ধরা হয়েছে ২৩ কোটি ৫৭লাখ ৯২ হাজার ৫’শ ৮১ টাকা এর মধ্যে রাজস্ব খাত হতে আয়ের পরিমাণ ধরা হয়েছে ২ কোটি ৫৩ লাখ ৪১ হাজার ৬’শ ৩৭ টাকা। বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২১ কোটি ৪ লাখ ৫০ হাজার ৯৪৪ টাকা। বাজেটে ব্যয়ের পরিমাণ ধরা হয়েছে রাজস্ব তহবিল থেকে ২ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৫৩২ টাকা বার্ষিক উন্নয়ন তহবিল থেকে ২০ কোটি ৮০ লাখ ৫ হাজার টাকা বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে রাজস্ব খাতে ২৬ লাখ,৮৬ হাজার ১০৫ টাকা বার্ষিক উন্নয়ন তহবিলে ২৪ লাখ ৪৫ হাজার ৯৪৪ টাকা বাজেটে উদ্বৃত্ত মোট টাকা ধরা হয়েছে ৫১ লাখ ৩২ হাজার ৪৯ টাকা দর্শনা পৌরসভার মেয়র মতিয়ার রহমানের সভাপতিত্বে এ বাজেট ঘোষনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মঞ্জু,সৈয়দ মজনুর রহমান,
সাবেক উপাধ্যক্ষ মোশারফ হোসেন,দর্শনা মুক্তিযোদ্ধা পৌর কামন্ডার জাহাঙ্গীর আলম,পৌরসভার সহকারী প্রকৌশলী ভারপাপ্ত এস,এম আব্দুস সামাদ, দর্শনা পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আমির সি আই,আওয়ামীলীগ নেতা,এরশাদ আলী মাস্টার,দর্শনা পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃরবিউল হক সুমন,প্যানেল মেয়র-২ মোঃ রেজাউল ইসলাম,প্যানেল মেয়র-৩ মোছাঃ জাহানারা খাতুন,
কাউন্সিলর হাসান খালেকুজ্জামান শাহ্,মনির সরদার,মোঃসাহিকুল আলম অপু,মোঃ কানচু মাতবর,মোঃ চাঁন্দু মাষ্টার,মোঃ মঈন উদ্দীন,মোঃ নজরুল ইসলাম,মহিলা কাউন্সিলর মোছাঃ আম্বিয়া খাতুন,মোছাঃ সুরাতন নেছা,
দর্শনা পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক এস এম রুমি আলম পলাশ, হাজী ইউনুচ আলী, রুহুল আমিন, সরোয়ার হোসেন, আরেফিন হোসেন, গোলাম কিবরিয়া, মমিনুল ইসলাম,আব্দুল মজিদ, শফিকুল আলম যুদ্ধ ,আসাদুল ইসলাম, সাংবাদিক জাহিদুল ইসলাম, সজীব আকবর,চেনেল ২৪ এর সাংবাদিক আর কে লিটন, মোঃ তহিরুল ইসলাম ,তাছের আলী, ইন্তাজ আলী, সাংবাদিক মেহেদী হাসান,সাংবাদিক আব্দুর রহমান অনিক, আছাদুল ইসলাম আছাদ,আব্দুস সালাম, শহিদুল ইসলাম, মহাসিন আলী,মিজানুররহমান পিল্টু প্রমুখ।দর্শনা পূর্ব রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, ঈশ্বরচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জয়ন্তী এলিজাবেথ আরতি হালসানা,হারুন অর রশিদ জুয়েল, স্বরুপ দাস,জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সহ দর্শনা পৌর এলাকার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ,সাংবাদিক
সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এসময় মেয়র মতিয়ার রহমান বলেন,দর্শনা
পৌরসভার আজমপুর সহ ৯ টি ওয়ার্ডের
রাস্তাঘাটগুলোর সংস্কার,ড্রেন ও পানি নিষ্কাশনের ব্যবস্থা, ডাস্টবিন /সংস্কার /পুনর্বাসন ও রাস্তাঘাট পরিস্কার ও পরিছন্ন রাখা দর্শনা যানজট সমস্যার সমাধান দ্রুত সম্পন্ন করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান