বাংলার খবর২৪.কম : বিশ্বব্যাপী আলোচিত ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম সোমাবার থেকে আবারো শুরু হয়েছে। মঙ্গলবার বিএসএফ’র জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতের বিচারকরাসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা ফেলানী যেখানে নিহত হয়েছিল সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কুড়িগ্রাম-৪৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোফাজ্জল হোসেন আখন্দ জানান, ভারতের কুচবিহার জেলা সদরে অবস্থিত বিএসএফ সেক্টর সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে ফেলানী হত্যা মামলার পুনর্বিচার কার্যক্রম সোমবার থেকে শুরু হয়েছে। মঙ্গলবার ওই আদালতের বিচারকরাসহ অন্যান্য কর্মকর্তারা সেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা কঠোর নিরাপত্তার মধ্যে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৪৭ এর সাব-পিলার ২এস এবং ৩এস‘র মাঝামাঝি অবস্থিত ঘটনাস্থলে দুপুর সাড়ে ১২টার দিকে আসেন। সেখানে তারা প্রায় ১ ঘণ্টা অবস্থান করেন। স্থানটি বিএসএফ’র চৌধুরীহাট সীমান্ত ফাঁড়ির আওতাধীন। এর উল্টো দিকে বিজিবি’র অনন্তপুর সীমান্ত ফাঁড়ি অবস্থিত।
তিনি আরো জানান, জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে পুনরায় সাক্ষ্য দেওয়ার জন্য ফেলানীর বাবা নুরুল ইসলাম ও মামা আব্দুল হানিফকে এখন পর্যন্ত ডাকা হয়নি। তবে ডাকা হলে সহযোগিতা করার জন্য তাদের সঙ্গে পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন এবং তিনি নিজে যাবেন বলে সকলেই প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, বিগত ২০১১ সালের ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ভারতের চৌধুরীহাট বিএসএফ ক্যাম্পের কনস্টেবল অমিয় ঘোষ কিশোরী ফেলানীকে গুলি করে হত্যা করে। এই ঘটনাকে কেন্দ্র করে ২০১৩ সালের ১৩ আগস্ট ভারতের কুচবিহার জেলা সদরের সোনারী এলাকায় অবস্থিত ১৮১ বিএসএফ ব্যাটালিয়নের সদর দফতরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। এই বিচারের রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যকে নির্দোষ ঘোষণা করে রায় দিয়েছিল ওই আদালত। এই রায় প্রত্যাখান করে ফেলানী হত্যাকা-ের সঙ্গে জড়িতদের শাস্তি এবং ক্ষতিপূরণ দাবি করে বাংলাদেশস্থ ভারতীয় হাই কমিশনারের কাছে আবেদন পাঠান ফেলানী’র বাবা নুরল ইসলাম। এরই প্রেক্ষিতে মামলাটি পুনর্বিচারের সিদ্ধান্ত নিয়েছিল বিএসএফ কর্তৃপক্ষ।