ডেস্ক: শনিবার ও রোববার আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলার ঘটনায় ধানমন্ডি থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার রাতে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন। মামলার এজাহারে আসামিদের ‘অজ্ঞাত’ উল্লেখ করা হয়েছে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার ঘটনায় দুটি অভিযোগ পেয়েছি। সেগুলো মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।
গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।
শনিবার ও রোববারের কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ করেন ওবায়েদুল কাদের। তিনি দাবি করেন, এই হামলায় আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের বেশকিছু নেতাকর্মী আহত হয়েছেন।