ডেস্ক : বাগেরহাটে যৌথ অভিযান চালিয়ে ১৭৪ যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক পুলিশ।
সোমবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ট্রাফিক আইন ভঙ্গের দায়ে ১৫ হাজার ৬শ' ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসনের ভ্রম্যমাণ আদালতের ৩টি টিম ও বাগেরহাট ট্রাফিক পুলিশের ২টি টিম যৌথভাবে এ অভিযান চালায়। গাড়ির বৈধ নিবন্ধন, বীমা ও ফিটনেস না থাকা এবং চালকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে এসব জরিমানা ও মামলা করা হয়। এসময় কোন প্রকার নিবন্ধন না থাকার অপরাধে ৪টি মোটরসাইকেল আটক করে ট্রাফিক পুলিশ।
বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান জানান, নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আমরা ড্রাইভিং লাইসেন্সধারী চালক ও ফিটনেসসহ সঠিক কাগজপত্রের গাড়ি নিশ্চিত করার লক্ষে অভিযান পরিচালনা করেছি। প্রায় ২শ' ৫০টি যানবাহন ও তাদের চালকের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে। আমাদের এ অভিযান চলমান থাকবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান