অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময়

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আগামীকাল সোমবার থেকে ক্লাসে ফিরে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা মহানগর কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান।

ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরে নয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রোববারও অষ্টম দিনের মতো রাজধানীতে আন্দোলন হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলন সফল ও বিজয় হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজয় ধরে রাখার জন্যই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। কারণ এখন গুজব রটিয়ে তাদের বিপথগামী করা হবে। তাতে সব অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে, সংকট হতে পারে। কোনোভাবেই যদি শিক্ষার্থীদের টেনে রাস্তায় রেখে দেওয়া যায়, তাহলে তাদের সফলতা বিনষ্ট হবে।’

অনুষ্ঠানে অধ্যক্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। কেউ বলেছেন, ‘ফেসবুক এক মাস বন্ধ রাখা হোক।’ কেউবা বলছেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের সমবেত করে বোঝানো হোক।’ অপর এক অধ্যক্ষ পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘অঘোষিত ধর্মঘট’ বন্ধের জন্য আহ্বান জানান। আরেক অধ্যক্ষ শিক্ষার্থীদের চলার জন্য নির্ধারিত কিছু বাস রাখার পরামর্শ দেন।

সভায় প্রথমে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করা হয়। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ঢাকার স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা চলছিল।

Tag :
জনপ্রিয় সংবাদ

মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার

শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে নেয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আপডেট টাইম : ০৩:১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ৬ অগাস্ট ২০১৮

ডেস্ক : নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজপথ ছেড়ে আগামীকাল সোমবার থেকে ক্লাসে ফিরে যেতে বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আহ্বান জানান তিনি।

আজ রোববার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ঢাকা মহানগর কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এই আহ্বান জানান।

ঢাকার কুর্মিটোলায় বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার পরে নয় দফা দাবিতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। রোববারও অষ্টম দিনের মতো রাজধানীতে আন্দোলন হয়েছে। উদ্ভূত পরিস্থিতির কারণে এ সভার আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের আন্দোলন সফল ও বিজয় হয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিজয় ধরে রাখার জন্যই শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়া উচিত। কারণ এখন গুজব রটিয়ে তাদের বিপথগামী করা হবে। তাতে সব অর্জন ক্ষতিগ্রস্ত হতে পারে, সংকট হতে পারে। কোনোভাবেই যদি শিক্ষার্থীদের টেনে রাস্তায় রেখে দেওয়া যায়, তাহলে তাদের সফলতা বিনষ্ট হবে।’

অনুষ্ঠানে অধ্যক্ষদের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। কেউ বলেছেন, ‘ফেসবুক এক মাস বন্ধ রাখা হোক।’ কেউবা বলছেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের সমবেত করে বোঝানো হোক।’ অপর এক অধ্যক্ষ পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ‘অঘোষিত ধর্মঘট’ বন্ধের জন্য আহ্বান জানান। আরেক অধ্যক্ষ শিক্ষার্থীদের চলার জন্য নির্ধারিত কিছু বাস রাখার পরামর্শ দেন।

সভায় প্রথমে কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের সঙ্গে মতবিনিময় করা হয়। বিকেলে এ প্রতিবেদন লেখার সময় ঢাকার স্কুলগুলোর প্রধান শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর মতবিনিময় সভা চলছিল।