ফারুক আহম্মেদ সুজন : ফিটনেস বিহীন গাড়ীর রুট পারমিট বাতিল করতে সময় লাগবে, বিআরটিএ জনবল সংকট রয়েছে, ভাংচুর ও অগ্নিসংযোগের ভয়ে শ্রমিকরা বাস চালাচ্ছে না বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে এক সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা চালাচ্ছে। এরই মধ্যে আন্দোলনকে কেন্দ্র করে অনুপ্রেবেশকারীরা নানা ধরনের অপতৎপরতা চালিয়েছে বলেও জানান তিনি।
এসময় ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের নয় দফা দাবি মেনে নিয়েছে সরকার এবং বিষয়টি প্রধানমন্ত্রী সরাসরি তত্ত্বাবধান করছেন। তারপর আর আন্দোলনের যৌক্তিকতা থাকে না বলে উল্লেখ করেন তিনি।
শিক্ষার্থীদের শান্ত থাকার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক আন্দোলনের পরিনতি যেন অযৌক্তিক না হয়। আগামী সংসদ অধিবেশনে সড়ক ও পরিবহন আইনে সংশোধন আনা হবে বলেও জানান ওবায়দুল কাদের।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান