ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকারও বেশি মূল্যের বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ বিদেশি ঔষধ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
শনিবার (৪ আগস্ট) বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহা-পরিচালক (ডিজি) ড. শহিদুল ইসলাম নতুনসময়কে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে শাহজালালে অভিযান চালিয়ে ‘লস্ট এন্ড ফাউন্ড’ শাখা থেকে আমদানি নিয়ন্ত্রিত ও আমদানি নিষিদ্ধ এসব বিপুল পরিমান ঔষধ জব্দ করা হয়েছে।
শুল্ক গোয়েন্দার ডিজি জানান, দুবাই থেকে ছেড়ে আসা মিশর হয়ে আগত এসভি ৮০২ ফ্লাইটটি গত জুলাই মাসের তারিখে ভোর ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারে উক্ত ফ্লাইটের মাধ্যমে বিপুল পরিমাণ আমদানি নিয়ন্ত্রত ও আমদানি নিষিদ্ধ ঔষধ এসেছে এবং তা বিমান বন্দরের মধ্যে লুকায়িত অবস্থায় আছে। পরে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা দল গোপনে উক্ত ঔষধ খুঁজতে থাকে এবং শনিবার গোপন সংবাদে জানতে পারে উক্ত ঔষধগুলো বিমান বন্দরের অভ্যন্তরে লস্ট এন্ড ফাউন্ড শাখায় রয়েছে।
এ তথ্য পাওয়ার পর শুল্ক গোয়েন্দা দল লস্ট এন্ড ফাউন্ড শাখায় তল্লাশী চালিয়ে ৪টি কার্টুনে সন্দেহ সৃষ্টি হয়। পরে তা জব্দ করে। এরপর কার্টুনগুলো ব্যাগেজ বেল্টে এনে সকল সংস্থার উপস্থিতে কার্টুনগুলি খুলে তার মধ্যে উপরে উল্লিখিত মোট ১৫ আইটেমের ঔষধ পাওয়া যায় এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক তা মালিকবিহীনভাবে জব্দ করা হয়।
পণ্যের শুল্ককরসহ জব্দ পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকা। জব্দকৃত পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলেও ডিজি জানিয়েছেন।