সাইফুল মনোয়ার, ব্রাহ্মণবাড়িয়া : সরকার আরেকটি সাজানো নির্বাচন করতে চায় এজন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ সহসভাপতি তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। এমন মন্তব্য করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় ২০ দলীয় জোটের জনসভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, একদলীয় বাকশাল কায়েম করতে একের পর এক সংবিধান পরিবর্তন করছে সরকার। জনগণের দ্বারা নির্বাচিত না হয়েও তারা জগদ্দল পাথরের ন্যায় জনগণের বুকের ওপর চেপে আছে। বন্দুকের নলের জোরে ক্ষমতায় টিকে আছে। আর আজীবন ক্ষমতায় থাকতে সংবিধান সংশোধন করে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা অবৈধ সংসদের হাতে ফিরিয়ে দিয়েছে।
ফখরুল বলেন, সরকার মিথ্যা মামলা দিয়ে আন্দোলন বন্ধ করতে চায় সরকার। এই সরকার গণতন্ত্র, সার্বভৌমত্ব ও জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এদের উদ্দেশ্য খুব খারাপ।
প্রধানমন্ত্রীর উদ্দেশে ফখরুল বলেন, জনগণের পকেটের টাকা নিয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করে ১৮০ জন প্রতিনিধি নিয়ে জাতিসংঘের ৬৯তম প্রতিনিধি সভায় যোগ দিয়েছেন। এটা অপচয় ছাড়া আর কিছুই নয়। আর এর মধ্যে নয় জন মন্ত্রী তাদের স্ত্রী ও আত্মীয় স্বজনও রয়েছেন। এমন কি একজন ভুয়া মুক্তিযোদ্ধা রয়েছেন।
র্যাবের বিলুপ্ত দাবি করে তিনি বলেন, সম্প্রতি প্রত্রিকায় নারায়ণগঞ্জের ঘটনায় র্যাবের জিয়া আহসান জড়িত আছেন বলে নাম প্রকাশ করেছে। অবিলম্বে জিয়াকে বরখাস্ত করে শাস্তি দেওয়ার দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।