ডেস্ক : এবার পানি-সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর গাড়ির চাবি নিয়ে নিল আন্দোলনরত শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার মন্ত্রীর গাড়ির ড্রাইভারের লাইসেন্স না থাকায় তার গাড়ির চাবি নিয়ে যায় তারা। ছাত্রদের দাবীর মুখে গাড়ি থেকে নেমে অন্য গাড়িতে করে যেতে বাধ্য হন মন্ত্রী।
ইতোমধ্যে মন্ত্রীর গাড়ির ড্রাইভারের কাছে লাইসেন্স চাওয়া ও চাবি নেওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
উল্লেখ্য, গত রবিবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল র্যাসডিসনের সামনে জাবালে নূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় নির্মমভাবে প্রাণ হারান শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মিম ও আব্দুল করিম সজীব। একই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। তারা সবাই ফুটপাথে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন।
https://www.facebook.com/moneer.khan/videos/1972745529426011/
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান