ফারুক আহম্মেদ সুজন, ব্রাহ্মণবাড়িয়া : সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, ‘আমাকে জেলে নেওয়ার ষড়যন্ত্র করছেন? আমি জেলে যাওয়ার ভয় পাই না। কিন্তু পরবর্তীর কথা একবার ভেবে দেখেন। আমাদের কাছে সব ধরনের নথিপত্র আছে। তখন আপনাদের কি অবস্থা হবে।’
মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়াজ মুহম্মদ হাই স্কুল মাঠের জনসভায় বেগম খালেদা জিয়া সরকারের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
তিনি বলেন, ‘বর্তমান অবৈধ সরকার বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে নেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু আমি বলেছি- জেলে যাওয়ার ভয় পাই না। ওয়ান-এলেভেনের সময়ও আমাকে গ্রেফতারের ভয় দেখিয়ে দেশ ছাড়ার কথা বলা হয়েছিলো। কিন্তু আমি দেশ ছেড়ে যাইনি। এখনো গ্রেফতারে ভয় পাই না।’
এ সময় আওয়ামী লীগ সরকারের বিভিন্ন দুর্নীতির চিত্র তুলে ধরে বিএনপি চেয়ারপারসন বলেন, ‘এই দলটি হলো হাঁটি হাঁটি খাই খাই, যা পাই তাই খাই দল। এরা যা পায় তাই খায়। এটাই হলো আওয়ামী লীগ।’
তিনি বলেন, ‘লুটপাট করার জন্য এই সরকার দেশের সার কারখানা বন্ধ করে বিদেশ থেকে সার আমদানি করে। এরা বিদ্যুত খাতে কোটি কোটি টাকা লুটপাট করছে। দুর্নীতির মাধ্যমে শেয়ার বাজার ও ব্যাংকিং খাত ধ্বংস করেছে।’
এসময় তিনি বিভিন্ন ব্যাংকে কত টাকা লোপাট হয়েছে তার একটি চিত্র তুলে ধরেন।
জনগণের ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে নতুন নতুন আইন পাশ করে সরকার নিজেই আইন লঙ্ঘন করছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।
তিনি উপস্থিত জনসাধারণকে প্রশ্ন করে বলেন, ‘দেশে কি কোনো বৈধ সরকার আছে? উপস্থিত জনতা জবাবে চিৎকার করে বলেন ‘না’। বেগম জিয়া ফের প্রশ্ন করে বলেন, ‘এই সরকার কি ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে? আপনারা কি ভোট দিয়েছিলেন? জনতা সমস্বরে বলেন, ‘না’।
এরপর বেগম জিয়া বলেন, ‘এরপরও এই সরকার জাতীয় সংসদে একটার পর একটা আইন পাস করে যাচ্ছে। সংবিধান সংশোধন করছে। এভাবে সরকার নিজেই সংবিধান ও আইন লঙ্ঘন করছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান