ডেস্ক: কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান ডিআইজি মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কোনোভাবেই যেন কোন উসকানিতে কান্না না দেয়। একটি অশুভ শক্তি শিক্ষার্থীদেরকে কাজে লাগাতে তৎপর। আমরা অনুরোধ করছি কোমলমতি শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতে, ইতিমধ্যেই শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়া হয়েছে এবং সেটা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
বৃহস্পতিবার (২ আগস্ট) দুপুর ১টায় বর্তমান পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
তিনি আরো বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের উস্কে দেওয়ার জন্য এক শ্রেণির স্বার্থান্বেষী মহল সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদেরকে বলবো শিক্ষার্থীদের নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না। আমি বিশ্বাস করি, এই স্বার্থন্বেষী মহলের শুভবোধের উদয় হবে এবং তারা এই ঘৃনিত কাজ থেকে নিজেদেরকে সরিয়ে নিবে।
তিনি বলেন, ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কার্যকরের বিষয়। আমরা এখন থেকেই ব্যবস্থা নিতে শুরু করে দিয়েছি আজকেও বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ গাড়ি জব্দ করা হয়েছে।
তিনি আরো বলেন, আগামী মন্ত্রিসভার বৈঠকে নিরাপত্তা সড়ক আইন আসছে এবং তা কঠোর হস্তে দমন করা হবে। গাড়ি চালকদের শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি বলেন, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছিল ফুটপাতে বাইক চালানো উল্টো প্রভাবশালীদের গাড়ি চলাচলে যে রীতি ছিল তা দমন করতে সক্ষম হয়েছি।
মনিরুল বলেন, রোডে যেসব অবৈধ গাড়ি চলতো এবং ফিটনেসবিহীন তা ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং আমরা এই অন্যায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি।
পুলিশের গাড়ির লাইসেন্স চেক করার নিয়ে একটা প্রশ্নের জবাবে মনিরুল মনিরুল ইসলাম বলেন, আমাদের পুলিশের গাড়ির শতভাগ কাগজ পত্র এবং ড্রাইভিং লাইসেন্স আছে কিন্তু আমরাই একমাত্র সকল গাড়ির লাইসেন্স চেক করি সেজন্য আমাদের গাড়ি কাগজ পত্র এবং ড্রাইভিং লাইসেন্স সাথে রাখেন না। কিন্তু এখন থেকে কাগজ পত্র সাথে থাকবে।
দুঃখের সাথে জানাচ্ছি যে গত ২৯ জুলাই জাবালে নূর পরিবহনের বেপরোয়া গাড়ির আঘাতে জন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য ২০ লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করা হয়েছে।
ইতোমধ্যে জাবালে নূর পরিবহনের ড্রাইভার কন্টাকটারকে আটক করা হয়েছে এবং ওই গাড়ির রোড পারমিট সহ সকল লাইসেন্স বাতিল করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, ডিএমপি যুগ্ম-কমিশনার বাতেন অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।