ডেস্ক : রাজধানীর শনির আখড়া (ঢাকা-চট্রগ্রাম) মহাসড়কে দনিয়া কলেজের বিপরীত পাশে ছাত্র আন্দোলনরত ফয়সাল (১৭) নামে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী পিকআপ ভ্যানের লাইসেন্স চেক করতে গিয়ে পিকআপ ভ্যানের নিচে পড়ে মর্মান্তিকভাবে আহত হন। তার পিতার নাম শামসুল হক। তারা রাজধানীর কদমতলী এলাকায় বসবাস করেন।
আজ বুধবার (০১ আগষ্ট) সকাল আনুমানিক ১০টা থেকে শান্তিপূর্র আন্দোলনে নামে শনির আখড়ার দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ সহ আশে-পাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। এসময় শিক্ষার্থীরা মহাসড়ক দিয়ে ট্রাক-পিকআপ থামিয়ে তাদের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করছিল। হঠাৎ দ্রুতগতির একটি পিকআপ (নারায়ণগঞ্জ ড-০২-০২৪০) বেপড়োয়াভাবে এলাকা অতিক্রম করছিল।ড্রাইভারকে থামিয়ে তার ড্রাইভিং লাইসেন্স চেক করতে চাইলে শিক্ষার্থীদের সঙ্গে তার বাক-বির্তক হয়। ভ্যানটি ভাঙা শুরু করলে ড্রাইভার পালানোর চেষ্টা করে দ্রুত গতিতে টান দেন। এমতাবস্থায় শিক্ষার্থী ফয়সাল পিকআপের নিচে পড়ে আহত হন। পরে শিক্ষার্থীরা দৌড়ে গিয়ে ড্রাইভারসহ পিকআপটি আটক করেন এবং যাত্রাবাড়ী থানার পুলিশের কাছে ড্রাইভার ও পিকআপটি সোপর্দ করা হয়।
আহত ছাত্রকে যাত্রাবাড়ীর প্রোঅ্যাকটিভ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যবস্থাপক সালাউউদিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়সালকে আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা স্থিতিশীল কিন্তু কোমরে ফ্র্যাকচার রয়েছে। তাঁর চিকিৎসা চলছে।
এ ঘর্টনায় ফেসবুকে ফয়সালের ভিডিও ভাইরাল হয়। সোশ্যাল মিডিয়া সূত্রে জানা যায়, 'শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছিল। প্রতিটি গাড়ির ড্রাইভারের লাইসেন্স চেক করা হচ্ছিল। লাইসেন্স না থাকলে ড্রাইভারকে নামিয়ে ভাংচুর করা হচ্ছিল। একটি পিকআপ ড্রাইভারকে থামিয়ে লাইসেন্স চেক করার চেষ্টা করা হলে একজন ছাত্রের গায়ের ওপর দিয়ে উঠিয়ে দিয়ে চলে যায়।
এ বিষয়ে যাত্রবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলি বলেন, আমরা ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি। এরকম কোনো খবর পাইনি। আর যে ভিডিও ছড়ানো হচ্ছে সেটা সম্পর্কে বলা যাচ্ছে না।
প্রসঙ্গগতঃ রবিবার বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও ১৫ শিক্ষার্থী। এ ঘটনার প্রতিবাদে বুধবার চতুর্থ দিনের মতো শিক্ষার্থীরা রাজপথে নেমে এলে পুরো ঢাকা স্থবির হয়ে পড়ে।
https://youtu.be/q_FgB4tmLUQ
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান