বাংলার খবর২৪.কম : আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের নতুন স্কেলে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘আগামী জুলাই মাস থেকে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কমিশন কার্যকর করা হবে।’
মন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে নতুন বেতন কমিশন বিষয়ক প্রতিবেদন পাবো। এটা কার্যকর হতে জুলাই মাস পর্যন্ত সময় লাগতে পারে।
আগামী জানুয়ারি মাস থেকে বেতন কমিশন বাস্তবায়নের কথা শোনা গিয়েছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি জানি না।’ তবে ডিসেম্বর মাসে প্রতিবেদন পাওয়ার পর কাজ শুরু হবে।
মঙ্গলবার সচিবালয়ে সাধারণ বিমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তরের পরে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।
বিমা করপোরেশনের চেয়ারম্যান শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল করিম অর্থমন্ত্রীর কাছে ২০ কোটি টাকার চেক হস্তান্তর করেন।
লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন অর্থমন্ত্রী।
বৈঠক সম্পর্কে মন্ত্রী বলেন, ‘আইএমএফের বর্ধিত ঋণসহায়তা কর্মসূচিতে আরো দুটি কিস্তির টাকা পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে পাঁচটি কিস্তির টাকা পাওয়া গেছে।’
মন্ত্রী বলেন, ‘আইএমএফ বর্ধিত ঋণসহায়তা কর্মসূচি আরো বাড়াতে চেয়েছিল। কিন্তু এটা বাড়ানোর পক্ষে আমি নেই।’
এক প্রশ্নের জবাবে বিশ্বব্যাংক বাংলাদেশকে পাঁচ কোটি (৫০ মিলিয়ন) ডলার বাজেট সহায়তা দেবে বলেও জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান