ফারুক আহম্মেদ সুজন : রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। একজনের নাম আবদুল করিম (১৬), আরেকজনের নাম দিয়া (১৫)।
রোববার (২৯ জুলাই) দুপুরে হোটেল র্যাডিসনের সামনে জিল্লুর রহমান মিরপুর-এয়ারপোর্ট রোড ফ্লাইওভার ঘেঁষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত করিম কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন, আর দিয়া ছিলেন একাদশের শিক্ষার্থী। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। এদের মধ্যে ছয়জনকে নিকটস্থ কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং বাকি ছয়জনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. সগির মিয়া বলেন, দুর্ঘটনার পরপরই আহতাবস্থা ১৪ জনকে এখানে নিয়ে আসা হয়। তখন দু’জনকে মৃত ঘোষণা করা হয়, ছয়জনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিই, বাকি ছয়জনকে সিএমএইচে নেওয়া হয়েছে। তাদের অবস্থাও বেশি গুরুতর নয়।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক বলেন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।